আমরাও তো মানুষ তবে কেন এই বৈষম্য?

 আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন বলুনতো এই দেশটা কার? আমার, আপনার নাকি আমাদের সবার? সবাই হয়তো বলবেন আমাদের সবার। কিন্তু যারা লাঞ্চিত, বঞ্চিত যারা দু’বেলা দু’মুঠো ভাতের জন্য যুদ্ধ করে, যারা নিজেদের অধিকার আদায়ের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে শুধু তারাই জানে বৈষম্য কি, কাকে বলে? বলুনতো আমরা কেন বলিনা বৈষম্য নিপাত যাক, সবাই সমান সুযোগ পাক? ৫২র ভাষা আন্দোলন, ১৯৭১এর মুক্তিযুদ্ধে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে দেশ রক্ষার সংগ্রামে আমরা ঐক্য বদ্ধ ভাবে কাজ করে মার্তৃভাষা ও স্বাধীন জাতি হিসেবে বাঁচার অধিকার আদায় করেছিলাম। সেই সময়ের সেই মহান উক্তি কি আমরা ভুলে গেছি, যেদিন বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “আজ আমরা কেউ রিফিউজি, হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খিৃষ্টান নই আমাদের আজ একটাই পরিচয় আমরা বাঙ্গালি।” তবে  কেন আজ এই বৈষম্য? কেন আজ পরিকল্পিত ভাবে এদেশের সংখ্যা লঘুদের উপর নির্যাতন চালানো হচ্ছে? কেন ভাল পড়াশোনা করেও কৌটা পদ্ধতি ও ঘুষের টাকা দিতে না পারায় চাকরি থেকে বঞ্চিত হচ্ছে এদেশের তরুন মেধাবীরা।  আজও কেন খবরের পত্রিকায় নারী  নির্যাতনের খবর পড়তে হয়? আজও কেন যৌতুকের দায়ে অসংখ্য নারীদের সংসার ত্যাগ করতে হয়। তবে কি তারা মানুষ না? হ্যা তারা মানুষ তাদেরও সমান সুযোগ লাভের অধিকার আছে । আছে বৈষম্যহীন ভাবে বাঁচার অধিকার।

খবর শেষ করবো গতকালকের একটা ঘটানার বর্ণনা দিয়ে , গতকাল ব্যস্থ নগরী ঢাকার ফার্ম গেটের ফুটপাত দিয়ে রাস্তা পার হতেই পুলিশের তৎপরতা দেখে অবাক হয়েগেলাম মনে করলাম হয়তো বা ঈদকে সামনে রেখে তারা যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টা ভেবে মনে মনে ভালই লাগছিল কিন্তু একটু সামনে এগুতেই চোখে পড়ল মন্ত্রীসাহেবের গাড়ি, ভাবনাটা মুহূর্তেই পাল্টে গেল ভাবলাম কেন পুলিশের এই তৎপরতা। বুঝতেই পারছ্নে আর যাই হোক মন্ত্রীসাহেবের গাড়ি বলে কথা। তবে সাধারণ মানুষের প্রশ্ন শুধু মন্ত্রী এমপিরা এলেই রাস্তায় আধা ঘন্টা আগে থেকে যানজট নিরসন করা হয় কিন্তু আমরা যারা সাধারণ মানুষ যারা উপরতলার খবর রাখিনা তারা কি এই সুবিধা পেতে পারিনা?। এখন প্রশ্ন হলো মন্ত্রী এমপিরা যারা এদেশের সাধারণ জনগণের ম্যান্ডিড নিয়ে জনগণের সেবা করার সপথ নিয়েছেন তারা কি শুধু তাদের নিজের ভালটাই দেখবেন? কেন দেশের নেতৃীস্থানীয় ব্যক্তিরা যারা নিজেদেরকে জাতির বিবেক হিসেবে পরিচয় করান তারা ভাবেন না শুধু আমরাই না অন্যরাও মানুষ অন্যদেরও সময়ের দাম আছে অন্যদেরও আছে স্বাধীন ভাবে চলার অধিকার। আসুন আমরা সবাই হিংসা, বিদ্বেষ, বিভাজন ও বৈষম্য ভুলে ভাল মানুষ হয়ে সোনার বাংলা গড়ে তুলি।

Comments

Popular posts from this blog

বাংলাদেশে এফটিএফএল প্রশিক্ষণের সূচনা ও সম্ভাবনা

দৈনিক মুক্তচেতনা

সোনালী ব্যাংকের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ফলাফলে দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে